হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, কানপুর পুলিশ "আই লাভ মুহাম্মদ" লেখা বোর্ড নিয়ে একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করার পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে।
আজ লখনৌতে এই এফআইআরের প্রতিবাদে বিপুল সংখ্যক নারী "আই লাভ মুহাম্মদ" ব্যানার হাতে নিয়ে অ্যাসেম্বলি হাউসের সামনে বিক্ষোভে অংশ নেন।
উত্তর প্রদেশের আরও কয়েকটি শহরে মুসলমানদের পক্ষ থেকে প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি মহারাষ্ট্র, তেলেঙ্গানা, গুজরাট, মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ডসহ বিভিন্ন প্রদেশে মুসলিম জনগণ "আই লাভ মুহাম্মদ" ব্যানার নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে।
সোশ্যাল মিডিয়াতেও ব্যবহারকারীরা প্রোফাইল ছবি পরিবর্তন করে এবং "আই লাভ মুহাম্মদ" ওয়ালপেপার শেয়ার করে এই প্রতিবাদের সমর্থন জানিয়েছেন।
ফলে দেশব্যাপী এটি এক অনলাইন আন্দোলনের রূপ নিয়েছে, যার মাধ্যমে সংখ্যালঘুদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শনের দাবি জানানো হচ্ছে।
আপনার কমেন্ট